মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ উপলক্ষে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতা কর্মীকে অন্তত ৩টি করে গাছ লাগানোর নির্দেশ দেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নির্দেশনায় ৫নং বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর হতে ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপন করেন বালিয়া ইউনিয়ন ছাত্রলীগ ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক জুলফিকার আলী, প্রচার সম্পাদক আমির-হামজা সহ ছাত্রলীগের মনজিল, আবু নিশাত ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেন, মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। আমরা ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নির্দেশনায় বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ প্রাঙ্গণ, শহীদ মিনার, বসতবাড়ির আশপাশে, নিজেরা বৃক্ষরোপণ করছি। পাশাপাশি শিক্ষার্থীদের বিনামূল্যে চারা বিতরণ করছি।
Leave a Reply