দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিম ছাত্রদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের সহযোগিতায় ও টোক মানবতার ঘরের উদ্যোগে মাদরাসায় হাফিজি পড়ুয়া ২৫ জন এতিম ছাত্রদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) উপজেলার টোক সুলতানপুর শাহী জামে মসজিদে জুমার নামাজ শেষে এ দেয়া ও নগদ অর্থ বিতরণ সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-সভাপতি এড. মোঃ আমানত হোসেন খান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ দর্জী, সুলতানপুর শাহী জামে মসজিদের সভাপতি মোঃ নজরুল ইসলাম, মানবতা ঘরের প্রতিষ্ঠাতা মোমতাজ উদ্দিন, আ’লীগ নেতা নাজমুল ইসলাম মোল্লা, যুবলীগ নেতা আমান উল্লাহ ভূইয়া, ছাত্রলীগের মাসুম বিল্লাহ প্রমুখ।
মানবতার ঘরের প্রতিষ্ঠাতা শিক্ষক মোমতাজ উদ্দিন বলেন, আজকের হাফিজি পড়ুয়া ২৫ জনসহ ৪৮ জন এতিম ছাত্রদের মানবতার ঘর থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
তিনি আরো বলেন, এ পর্যন্ত মানবতার ঘর থেকে ১ হাজার ৭১২টি অসহায় হতদরিদ্র পরিবার খাদ্য সহায়তা পেয়েছে। শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাবার পেয়েছে ইউনিয়নের ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৮৬ জন হতদরিদ্র শিক্ষার্থী।
Leave a Reply