সুনামগঞ্জ প্রতিনিধি:দীর্ঘদিনের করোনা পরিস্থিতিতে কর্মহীন ও পাহাড়ি ঢলে ৩ দফা বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র হয়ে পড়া পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২ টায় তাহিরপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন উপজেলা আ:লীগের নেতৃবৃন্দরা।
ঈদ সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সদস্য লুৎফর রহমান লাকসাব, উপজেলা যুবলীগ নেতা মঈনুল হক, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, উপজেলা শ্রমিক লীগ যুগ্ম আহবায়ক কবিন্দ্র চন্দ প্রমুখ।
সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব
আবুল হোসেন খান বলেন, দেশে করোনা পরিস্থিতি মহামারি আকার ধারণ ও ৩ দফা বন্যায় অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। তাই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাধ্যমত সহযোগিতা করছে উপজেলা আওয়ামীলীগ
Leave a Reply