মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: করোনা সংক্রমণ প্রতিরোধে সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে অত্র এলাকায় তিন’শ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে হোমিও ঔষধ বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার (২৭ জুলাই) বিকেলে স্বেচ্ছাসেবকলীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মরণঘাতি কোভিট -১৯ করোনা ভাইরাস প্রতিরোধে শারীরিক ও সামাজিক দুরুত্ব বজায় রেখে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
এ উপলে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমূল হুদা শাহ এ্যাপোলো এবং সভাপতিত্ব করেন বালিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ মমিন।
আরো বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও অধ্যক্ষ জুলফিকার আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষার, বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হবিবর রহমান, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান নূর-এ আলম সিদ্দীকী মুক্তি, বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব আলীমুদ্দীন, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, পৌর কমিটির সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ, ইউনিয়ন সেচ্ছাসেবক সাধারণ সম্পাদক আশরাফুল হক ইদু, কামাল সহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঔষধ ব্যবস্থাপনায়, ঢাকা ডি এইচ এম এস এর ডা. মো. আশরাফুল ইসলাম।
Leave a Reply