মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করা হয়েছে।
সোমবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়।
এরপর জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
এসময় ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, পৌর কমিটির সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশসহ জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, স্বেচ্ছাসেবক লীগ সংগঠন হয়েছে মানুষকে সেবা দেয়ার জন্য, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। করোনা ভাইরাসের এই সংকটময় সময়ে ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের অসহায় মানুষদের পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছে।
You cannot copy content of this page