দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় যুবলীগ বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
উপজেলা যুবলীগের নির্দেশে ও টোক ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দুই দিনে এ কার্যক্রম সম্পন্ন করা হয়।
শক্রবার (২৪ জুলাই ) জুমার নামাজ শেষে ইউনিয়নের প্রায় সকল মসজিদে মিলাদ, দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়। তার আগে ২৩ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত ১২৩টি বৃক্ষ রোপণ করা হয়। বিভিন্ন স্কুল, মসজিদ, মদরাসা, মুক্তিযোদ্ধা কমান্ডার অফিস, পার্টি অফিসের সামনে বনজ, ফুল, ফল, ওষধী বৃক্ষ রোপণ করা হয়।
উজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ খালেকের সহযোগিতায় এবং টোক ইউনিয়ন যুবলীগ সভাপতি আমানুল্লাহ ভুইয়া ও সাধারণ সম্পাদক কামাল সাহরিয়ারের নেতৃত্ব বৃক্ষ রোপণ ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়।
You cannot copy content of this page