মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : নতুনত্ব আর আধুনিকতার মিশেলে ঠাকুরগাঁও ফ্যাশন হাউজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার শহরের মোহাম্মদ আলী সড়কে অবস্থিত আমাদের বাজার মার্কেটে ফিতা কেটে এ শো-রুমের উদ্বোধন করেন সদর থানার তানভিরুল ইসলাম।
ওসি তানভিরুল ইসলাম বলেন, পোশাকের ব্যাপারে আমি সব সময় একটু বেশিই সচেতন। ঠাকুরগাঁও ফ্যাশন হাউজের শো-রুমের মধ্যে আলাদা ফ্যাশন পেয়েছি। তাদের পোশাক আমাকে আকর্ষণ করে। যে কারণে আমি এই শো-রুম উদ্বোধন করছি।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ঠাকুরগাঁও ফ্যাশন হাউজের সত্ত্বাধিকারি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা প্রমুখ।
You cannot copy content of this page