রুবেল আহমেদ,সিরাজগঞ্জঃসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯নং ব্রহ্মগাছা ইউনিয়নে ২,২৩০ টি হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পরিবার প্রতি ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮জুলাই) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৯নং ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম সরোয়ার লিটন।
এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অসহায় ও দুস্থ সহ সকল মানুষের অধিকার নিশ্চিত করেছেন। প্রতিটি মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, ইউপি সদস্য মোস্তাক আহমেদ, আলাউদ্দিন শেখ,আকবর হোসেন খান, রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আসাদুল ইসলাম, ইউপি সচিব হাফিজুর রহমান,ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আমিনুল ইসলাম সহ প্রমূখ।
Leave a Reply