আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃসিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গায় চাচাতো ভাইয়ের দায়ের কোপে বোন শাপলা খাতুনের (১৪) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ সময় বোনকে বাঁচাতে গিয়ে দায়ের কোপে শাপলার মা আমিনা খাতুন ও ঘাতকের মা কল্পনা খাতুনও গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই)সকালে রায়গঞ্জের সলঙ্গা থানার শাহরিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাপলা খাতুন ধামাইলকান্দি কেফায়েত আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও শাহরিয়াপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে।
পুলিশ ঘাতক আশিককে গ্রেপ্তার করেছে। আশিক ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
ঘাতক আশিকের মা কল্পনা খাতুন জানান, আশিকের মাথায় সমস্যা ছিল। তাকে বাড়ীতেই আটকে রাখা হয়েছিল। আর শাপলাসহ আমরা ক'জন বাড়ীতে বসেছিলাম। এ সময় হঠাৎ আশিক ছুটে এসে দা দিয়ে পিছন থেকে শাপলাকে এলোপাথারি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই শাপলা মারা যায়। আমরা এগিয়ে গেলে আমাদেরকে কুপিয়ে আহত করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। একই সময়ে ঘাতক আশিককে আটকে রেখে পুলিশে সংবাদ দেয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড মোঃ তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক আশিককে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
You cannot copy content of this page