এম এমাজেদঃরবিন চৌধুরী বিগত কয়েক বছর আগেও ছিলেন বাংলাদেশের অন্যতম মডেল।কয়েক বছর অভিনয় ও মডেল থেকে দূরে আছেন। নতুন কাজের মাধ্যমে অভিনয় ও মডেলিং এ ফিরছেন তিনি।বিগত দিনে মডেল হয়েছেন দেশের নাম করা গায়কদের গানে।তারমধ্যে অন্যতম আসিফ আকবর এর "যায় দিন যায় " মনির খানের "কাদে মন, ভুল করেছি ভালোবেসে"এসডি রুবেলের "মন"শরিফ উদ্দিন-কোটি টাকার বউ, নাতিন জামাই, ময়না কথা কয়না, প্রিন্স হাবিবের-ভালোবাসবো তোমায়, কল্লোল সারোয়ার-পান সুপারি, পলাশ-বুক চিরিয়া দেখো পিয়া, বলোনা তুমি, নাসির-বেহুলা সুন্দরী, কাজি নিরু-যে আমার মন ভেঙেছে, আহমেদ রেজা-ও নিঠুর বন্ধুরে, ইমন খান-তুমি তো সুখেই আছো, রুকসার-ভালোবাসার হাজার পাওয়ার বাতি, শাহনাজ বেলী-কালার বাঁশি, সাজু-বড় দুঃখ দিলে, বেবি নাজনিন-খুব বেশি ভালোবাসি, বিপ্লব খান-আইসো রাতের গাড়িতেসহ ২০০ শতাধিক গানে।
বরিন চৌধুরী বলেন,নতুন করে কাজ করছি। এ প্রজন্মের শিল্পী প্রযোজক ও পরিচালকদের সহযোগিতায় ভাল কাজের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিতে পারব আশা করি।
You cannot copy content of this page