সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরের বাঘারপাড়ায় ফিজারন নেছা (১০১) নামে এক অসহায় বৃদ্ধা মায়ের পাশে এবার দাড়িয়েছেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান।তিনি বাঘারপাড়া থানাধীন ধলগ্রাম ইউনিয়নের আগড়া গ্রামের মৃত রহম মোল্লার স্ত্রী।
অসহায় বৃদ্ধা নারী ১৩ সন্তানের জননী।এরই মধ্যে তিনি একে একে ছয় সন্তানকে হারিয়েছেন।ছেলে মেয়েরা দারিদ্র্য হওয়ার অসহায় মায়ের ভরন পোষণের দ্বায়িত্ব ঠিকমতো নিতে পারেন না।তাই তিনি পোতা ছেলে রাইহান হোসেনের কাছেই বেশি থাকেন।
বাংলাদেশ জাতীয় সেচ্ছাসেবক সংগঠনের সদস্য আবু হুরায়রা মাধ্যমে জানতে পেরে দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান ছুটে যান অসহায় বৃদ্ধা নারীর বাড়িতে।সেখানে তিনি তার পরিবারের সকল সদস্যদের খোঁজ খবর নেন।পরে তিনি নিজ হাতে অসহায় বৃদ্ধা ফিজারন নেছার গায়ে নতুন শাড়ি জড়িয়ে দেন।এবং ঈদ সামগ্রী সেমাই, চিনি,সাবানসহ আনুষঙ্গিক তার হাতে তুলে দেন।এদিকে নতুন শাড়ি ও ঈদ সামগ্রী পেয়ে ফিজারন নেছা খুশীতে আত্মহারা হয়ে পড়েন।
দেশসেরা উদ্ভাবক মিজান এই প্রতিবেদক কে বলেন,যতদিন বেঁচে আছি মানবতার কল্যাণে কাজ করে যেতে চায়।মানুষের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।একই সাথে যারা আমাকে উৎস ও সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আমি অসহায় বৃদ্ধা ফিজারন নেছা মায়ের প্রতি মানবিকতার দৃষ্টি আকর্ষণ করে সমাজের সব শ্রেণী পেশার মানুষের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছি।সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর্থিক সাহায্যের জন্য প্রার্থনা করছি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশসেরা উদ্ভাবক মিজান বৃদ্ধা নারীর পোষ্ট করলে গ্রীস প্রবাসী আব্দুল হাকিম মন্ডল ওই নারীকে ঈদের পরে একটি হুইল চেয়ার দেবেন মর্মে আশ্বস্ত করেন।
Leave a Reply