৫ বছর বয়সী মুনতাসীর আননের প্রথম কবিতা প্রকাশ উপলক্ষে আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন কবি ও গবেষক মোঃ আশরাফ উদ্দিন ও পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সুবর্ণ আসসাইফ।
কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রকাশিত মোঃ জালাল উদ্দিন সম্পাদিত সাহিত্য পত্রিকা "অবগহন" এর জুলাই সংখ্যায় মুনতাসীর আননের "কর্ণফুলি" শিরোনামে কবিতা প্রকাশিত হয়। মুনতাসীর আনন, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর সরকারি প্রথামিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী। তার বাবা শামসুল হক ও মাতা শাহিনা খাতুন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় কর্মরত। আনন বড় হয়ে সচিব হতে চাই। সে সকলের দোয়াপ্রার্থী।
You cannot copy content of this page