নিজস্ব প্রতিবেদক :চাঁদা না পেয়ে বাবা ও ছেলের উপর হামলা চালিয়েছে চাঁদাবাজ শফিকুল ইসলাম।
চাঁদার দাবিতে বাবা ও ছেলের উপর চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে বৃহস্পতিবার লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে,
আসামীরা পরস্পর চাঁদাবাজি ও সন্ত্রাসী প্রকৃতির লোক । ১ নং আসামী চাঁদাবাজীসহ নারী নির্যতনের আসামী । তার নেতৃত্বে সন্ত্রাসীরা চাঁদাবাজী করে । ১ নং আসামী ইউনিয়ন পরিষদের মেম্বার থাকাকালিন সময় এলাকার বহু লোকদের টিউবওয়েল ও নানা প্রলোভন দেখিয়ে মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আমাকে সহ তিনজন ফুয়াদ মৃধা , জুয়েল মৃধা ও সোহাগ ঢালী টিউবওয়েল দেওয়ার কথা বলে নগদ ১, ২০, ০০০/ টাকা নিয়ে প্রতারণা মূলক ভাবে আত্মসাড করে কোনো টিউবওয়েল দেয় নায় । আমি টাকা চাইতে গেলে তারা আমাকে প্রাণনাশের হুমকী দেয় । আসামীদেরকে আমি আমাদের দোকানের মালামাল না দেওয়ায় ৫০, ০০ হাজার টাকা দাবী করে । চাঁদা না দেওয়ায় আমার দোকান আগুনে জ্বালিয়ে দেওয়ার ভয় দেখায়। তখন আসামীদের সাথে কথা কাটাকাটি হয় তখন আমি ও আমার ছেলে তরিকুলের উপর হামলা করে ।
পটুয়াখালী সদর থানার ওসি জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অপরাধীদের গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যহত আছে।
You cannot copy content of this page