পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নুরুবাজা এলাকায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর রেহেনা আক্তার (৯) নামে এক শিশু লাশ উদ্ধার করেছে স্থানীয়রা৷
আজ বৃহস্পতিবার ( ৮ আগস্ট) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের নুরুবাজার এলাকায় স্থানীয় খড়খড়িয়া নদী থেকে লাশ টি উদ্ধার করা হয়৷
।
জানা গেছে, উদ্ধার হওয়া শিশু রেহেনা আক্তার ওই এলাকার আব্দুর রউফের মেয়ে।
স্থানীয়রা জানায়,গতকাল বুধবার শিশু রেহানা বাড়ির পাশ্বে খড়খড়িয়া নামক নদীতে গোসল করতে গেলে সে নিখোঁজ হয় পরে তার পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজখোজির পর আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলের কয়েকগজ দূরে তার লাশ ভাসতে দেখে স্থানীয় এবং লাশটি তাকে উদ্ধার করে।
এদিকে সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল হোসেন জানান,গতকাল দুপুরে রেহানা বাড়ির পাশ্বে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় এবং আজ বৃহস্পতিবার দুপুরে নদী থেকে লাশ উদ্ধাী কর স্থানীয়রা।
নদী থেকে নিখোজের একদিন পর নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ।
You cannot copy content of this page