স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে কমলা কান্ত রায় নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। কমলাকান্ত পীরগঞ্জ উপজেলার নানুহার বিষ্ণুপুর গ্রামের মৃত ধরণী কান্ত রায়ের ছেলে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ৫টি গাছ জব্দ করেছেন পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে কাস্তোর বিষ্ণুপুর মৌজার কাস্তোর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের যাওয়ার রাস্তাটিতে থাকা ৫টি গাছ কেটে বালুবাড়ি কাট কাটা সুমিলে আনলে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম এই গাছ গুলো জব্দ করে। জব্দকৃত গাছের টন গুলো দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ চৌধুরীর কাছে জমা করেন তিনি। অভিযুক্ত কমলাকান্ত রায় বলেন,আমার কাছে কাগজ আছে তাই আমি এই গাছ কেটেছি। আপনাদের যা করার আপনারা করেন। এ ব্যাপারে ৮নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় বলেন,গাছ কাটার ব্যাপারে আমি কিছু জানিনা। আইনের কাজ আইন করবে। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম বলেন, কমলাকান্ত যিনি গাছ কেটেছে সে স্বীকার করেছে আমি গাছ গুলো জব্দ করেছি। তার কাগজ পত্র আমাকে দেখতে চেয়েছেন সেগুলো যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
You cannot copy content of this page