সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরের অভয়নগর উপজেলার সকল স্থায়ী ও অস্থায়ী পুলিশ ক্যাম্প সমূহ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আশরাফ হোসেন,(পিপিএম)।বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি সকল পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড.বেনজীর আহমেদ (বিপিএম) (বার),মহোদয়ের নির্দেশ যুগোপযোগী ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে ও মানবিক পুলিশিং এর বর্তমান ধারাকে আরো সুসংহত করতে নিজ ইউনিট এলাকায় অবস্থিত স্থায়ী ও অস্থায়ী পুলিশ ক্যাম্প সমূহের কার্যক্রম রিভিউ করতে হবে।
পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন,(পিপিএম) প্রতিটি ক্যাম্পের ইনচার্জ ও ফোর্সদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এবং শৃঙ্খলার ব্যাপারে কোন প্রকার ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন।মাদক মুক্ত সমাজ গঠনে অফিসার ও ফোর্সদের আরো কঠোর হওয়ার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের পুলিশিং সেবাটা আমাদের সকলকে ধরে রাখতে হবে,যশোর জেলায় কোন প্রকার মাদক ও সন্ত্রাস থাকবে না বলে ঘোষণা দেন।মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং এটি বাস্তবায়নে সকল অফিসার ও ফোর্সদের কঠোর পরিশ্রম করতে হবে বলে নির্দেশ প্রদান করেন।এছাড়াও তিনি প্রতিটি ক্যাম্পের পুলিশ সদস্যদের থাকার স্থান,অফিস এবং খাবারের মান সরেজমিনে পরিদর্শন করেন।
You cannot copy content of this page