মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও ডিবি পুলিশ ১৪০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম ওরফে সফল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে জেলার বালিয়াডাঙ্গী থানাধীন বড় পলাশবাড়ী ইউনিয়নের বড় পারুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে মাদকসহ আটক করে।
আটক মাদক ব্যবসায়ী উক্ত এলাকার মৃত-অনি মোহাম্মদ এর ছেলে।
ডিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদে অবহিত হয়ে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি চৌকষ টিম আজ দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বড় পাড়ুয়া গ্রামে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে। এসময় ১৪০ পিচ ইয়াবাসহ সাইফুল নামে এক কূখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে।
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশ।
You cannot copy content of this page