সংবাদ দাতা:রাকিব মাহমুূদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রতিনিধি
আগস্ট বাঙালির শোকের মাস। এই মাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।তাই এই দিনটিকে ঘিরে বাঙালি নানাভাবে শোক প্রকাশ করে।পিছিয়ে নেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীরাও। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো:শামসুজ্জামান একটি কবিতা হুবহু তুলে ধরা হলো:
কবিতার নামঃ ভয়াবহ আগস্ট
মোঃ শামসুজ্জামান
আগষ্ট তুমি এত ভয়াবহ....
তুমি আসলেই নেমে আসে শোকের ছায়া
আজ কবি নির্বাক অবিদিত
কবি জানতে ব্যাকুল,
কেন তার দুই নয়নের জল ও হৃদয়ের হাহাকার বয়ে যায় অবিরত।।
কবি নিরব স্তব্ধ.........।
কবির কানে কানে কে যেন বলে,
ওগো কবি, আগষ্ট মানেই এই বাংলার কৃষক, শ্রমিক,ছাত্র সমাজ যন্ত্রণায় জর্জরিত, বেদনায় ব্যথিত, শোকে শোকাহত,
যারা স্বাধীনতার চেতনায় ও মুক্তিযুদ্ধের স্বপক্ষে উজ্জীবিত।।
যেথায় হারিয়েছি ৭৫ এর ১৫ ই আগষ্টে হারিয়েছে বাঙালী জাতি
যিনি এই স্বাধীন বাংলার স্থপতি।
প্রতিটি বাঙালির হৃদয়ে থাকবে চিরবহমান
যিনি চিরঞ্জীব ও মৃত্যুঞ্জয়ী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রতিটি বাঙালির হৃদয়ে যখনি গেঁথে উঠে কলঙ্কিত ১৫ ই আগষ্ট এর কথা,
তখনি বাঙালি পাষাণ বুকে অনুভব করে চরম ব্যাথা।
যিনি বাংলার গৌরব, বাঙালীর গর্ব,
উপহার দিয়েছেন তিনি স্বাধীন বাংলা নামক এক স্বর্গ।
পৃথিবী নামক এই পুষ্পকাননে তুমি এক সুবাসিত ফুল
ঘাতকরা তোমায় মেরে করেছে চরম ভূল।
কীর্তি ও কর্মের মাধ্যমে প্রতিটি বাঙালির হৃদয়ে থাকবে তুমি এই জয়গান
এই স্বাধীন বাংলার আরেক নাম
শেখ মুজিবুর রহমান।
You cannot copy content of this page