শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী-
বালিয়া আঞ্চলিক সড়কের রোয়াইল ব্রিজের দক্ষিণ পার্শ্বের একাংশ গত বৃহস্পতিবার(১৩ আগস্ট) ধ্বসে পড়েছে।এতে ব্রিজের দুপাশের কয়েক লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।
জানাগেছে, সড়কটির নির্মাণের কাজ পেয়ে ছিলো ঠিকাদারী প্রতিষ্ঠান এন মল্লিক এন্ড কোম্পানী ও সূচনা এন্টারপ্রাইজ নামের দুই ঠিকাদারী প্রতিষ্ঠান। তবে সড়কের নির্মাণ কাজের শুরু থেকেই নানা অভিযোগ ছিলো ঠিকাদারী প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে। নির্মাণ কাজে বালুর পরিবর্তে মাটি এবং ইটের পরিবর্তে ভবন প্লাস্টার ও রাবিশ ব্যবহার করা হয়ে ছিলো।
এই সব অভিযোগের ভিত্তিতে গত ‘১৮ সালের ২০ মার্চ সরজমিনে সড়কটি পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির গঠিত একটি তদন্ত দল। পরিদর্শনে হাতেনাতে এর প্রমাণও পায়।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে এবং দ্রুত ব্রিজটি পুনঃনির্মাণ করা হবে।
Leave a Reply