একটি মানুষ এতই বিশাল
আকাশ ছুঁয়েছে মস্তক যার
পৃথিবীর সকল সূউচ্চ স্থাপনা
পর্বত পাহাড় মেনেছে হার।
একটি মানুষ এতই বিশাল
আকাশ ছুঁয়েছে মস্তক যার
মৃত্যুর সাথে লড়েছে পান্জা
ভেংগেছে শিকল কারাগার।
একটি মানুষ এতই বিশাল
আকাশ ছুঁয়েছে মস্তক যার
ভাংগিয়েছিল ঘুম পরাধীন জাতির
ডাক দিয়ে স্বাধীনতার।
একটি মানুষ এতই বিশাল
আকাশ ছুঁয়েছে মস্তক যার
বুক পেতে বুলেট যে কিনা
মৃত্যুকে করেছে জয়
আমরা যে আজ তারই ঋণে বাধা
ষোলো কোটি সন্তান
বাংগালীর নেতা
বাংগালীর পিতা
শেখ মুজিবুর রহমান।
Leave a Reply