কবিতাঃ “চিরঞ্জীব শেখ মুজিব”
কে বলেছে মুজিব নেই?
মুজিব আছে ভোরের আলোতে,
গোধূলির রাঙ্গা সূর্যে,
আছে নিস্তদ্ধ রাতের আকাশ ভরা তারাতে।
কে বলেছে মুজিব নেই?
মুজিব আজ নদীর তরঙ্গে মিশেছে,
মিশেছে দখিনা হাওয়ার মিষ্টি গন্ধে,
মিশেছে বাঙ্গালির উদ্ভাসিত শত প্রতিভাতে।
কে বলেছে মুজিব নেই?
ওই দেখ ফুটন্ত ফুলে প্রজাপতি,
দেখ উড়ন্ত ফড়িং-এর দল,
দেখ বাংলার নীলাকাশ আর প্রসন্ন-সজীবতা,
সবই তো মুজিবের হয়ে কথা বলে।
আমি তো বঙ্গবন্ধুকে পেয়েছি-
আমার বাংলাকে ঘেরা সোনালি স্বপ্নে,
প্রতিটি সফলতার নির্যাসে,
পেয়েছি আমার দীপ্ত চেতনার প্রদীপে।
কে বলেছে মুজিব নেই?
মুজিব রয়েছে বাঙ্গালির নিরানন্দে,
প্রতিনিয়ত’র প্রতিটি আনন্দ জয়ে,
রয়েছে কোটি-কোটি প্রাণের অস্তিত্বে।
কবিঃ মোছাঃ রুকাইয়া মিজান মিমি
সমাজবিজ্ঞান বিভাগ, ১৫তম ব্যাচ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
Leave a Reply