নড়াইলের লোহাগড়ায় স্বাস্থ্য বিধি মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় লোহাগড়া পৌর আওয়ামীলীগের উদ্যোগে পৌর আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, পৌর আওয়ামীলীগের কার্যালয় থেকে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় পর্যন্ত র্যালী, পরে পৌর আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও লক্ষ্মীপাশা ইউনিয়নের চেয়ারম্যান কাজী বনি আমিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট দৌলত আহম্মদ খান, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিকদার আজাদ রহমান, সাবেক সাংগাঠনিক সম্পাদক মুনজুরুল করিম মুন, সাবেক বন ও পরিবেশ সম্পাদক নাজমুল করিম বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সিহানুক রহমান, জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন, ইতনা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান টগর, শালনগর ইউনিয়নের চেয়ারম্যান খান তজরুল ইসলাম, কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান মারিয়া বেগম, দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নিনা ইয়াসমিন, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মহাসিন মোল্যা, পৌর আওয়ামীলীগের সদস্য সৈয়দ শরিফুল ইসলাম সরু, জয়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শামসুল হক, শালনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কেরাম মোল্যা, কোটাকোল ইউনিয়ন আয়ামীলীগের সাধারণ সম্পাদক টুটুল বিশ্বাস, ইতনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আহাদ শেখ, উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ মোল্যা, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম সেলিম, যুবলীগ নেতা মো. জাহিদুর রহমান প্রমুখ। #
You cannot copy content of this page