আজ ১৫ আগস্ট। স্বাধীন বাংলাদেশের স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সরকারি নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব রেখে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি।
শনিবার (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমেই কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট একেএম দাউদুর রহমান মিনা ও সাধারণ সম্পাদক রসায়নবিদ ডক্টর মোঃ জাফর ইকবাল সংবলিত ব্যানার নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন।
এরপর সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির হোসেন বাদল, সহিদুল ইসলান আকন, সহ সম্পাদক হানিফ, মহিন, ইমন সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
You cannot copy content of this page