স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম
শাহাদত বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস’২০ যথাযথ মর্যাদায় পালন করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহী ।
দিবসটি উপলক্ষে রাজশাহী শিশু একাডেমী “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করে। ১৫ ই আগস্ট সকাল ১১ টায় শিশু একাডেমির মিলনায়তনে “বঙ্গবন্ধু বেঁচে আছেন আমাদের মাঝে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনায় অংশ গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ কামরুজ্জামান ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের।
সকাল সাড়ে ১১ টায় আগত সুবিধাবঞ্চিত শিশুদের উদ্দেশ্যে করোনা ভাইরাস
সম্পর্কে সচেতনতামূলক আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
এ দিকে দুপুরে শিশু একাডেমী পরিচালিত শিশু বিকাশ কেন্দ্রে মো: রাকিবুল আলমের তত্বাবধানে আবাসিক শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
Leave a Reply