আন্তর্জাতিক ডেস্ক : আবুধাবীর সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সমিতির উদ্যোগে শনিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির জনকের জীবনাদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন আবুধাবী,সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা আ‘লীগের সহ-সভাপতি শামসুল হক মিজান,লেবার কাউন্সিলর আবদুল হাবিব, জনতা ব্যাংকের সিও আমিনুল ইসলাম,বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারী নাসির তালুকদার,সহ-সভাপতি শওকত আকবর,আ‘লীগ,যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply