প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২০, ৩:৪৩ পূর্বাহ্ণ
সাখাওয়াত হোসেন মোহনের উদ্যেগে জাতীয় শোক দিবসে বৃহওম সোনাইমুড়ী প্রেসক্লাবে মিলাদ মাহফিল
চিফ রিপোর্টারঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক সাখাওয়াত হোসেন মোহনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে বৃহত্তম সোনাইমুড়ী প্রেসক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক সাখাওয়াত হোসেন মোহন এর উদ্যেগে প্রেসক্লাব কার্যালয়ে, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক মানবজমিন উপজেলা প্রতিনিধি ও বৃহত্তম সোনাইমুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিকের
সঞ্চালনায় ও ক্লাবের সভাপতি ফারুক আল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক খোরশেদ আলম শিকদার,
প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি সৈয়দ মোঃ শহীদুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের বিদায়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
এসময় আলোচকরা বঙ্গবন্ধুর জীবনের নানান স্মৃতি জড়িত ইতিহাস নিয়ে, বক্তব্য প্রদান করেন।
আলোচনার শেষে মাওলানা হেদায়েত উল্যার নের্তৃত্বে মিলাদ ও দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা এবং বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
© 2024 Probashtime