বিনোদন প্রতিবেদকঃ
"তোমার জন্য " শিরোনামে গান নিয়ে আসছেন তরুণ প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী, সুরকার এবং সংগীত পরিচালক তামিম ইসলাম। সুর ও সংগীত তার নিজের করা।তার সাথে দ্বৈত কন্ঠে ছিলেন সুমা। লিখেছেন নিবিড় আহাম্মেদ ।এ প্রসংগে তামিম ইসলাম জানান," গানটি সেমি ক্ল্যাসিক্যাল ধারার।কথা সুর গায়কী সব মিলে গানটি চমৎকার হয়েছে। আশা করি শ্রোতারা দারুণ একটি গান উপভোগ করবেন।
You cannot copy content of this page