সময়ের পরম্পরায় আলোকিত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে যারা নিজেদেরকে বিলিয়ে দেয়,উদ্দীপ্ত এক রেনেসাঁময় সংগীত বিনির্মানের ভার যাদের উপর নির্ভর করে তারা আমাদের গৌরবের যুব সমাজ। যারা অদম্য, সৌন্দর্যপিপাসু,মন যাদের বিশ্বাসের কোলাহলে পায়তারা করে, যারা রচনা করবে ভবিষ্যতের রঙিন স্বপ্ন, আগমনী জয়গান যারা গাইবে এরাই হলো মানবতার প্রাণ। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এ অদম্য জীবনীশক্তিগুলো আজ সর্বনাশা মাদকের করাল গ্রাসে বিলীন হতে বসেছে। বিশ্বায়নের এ যুগে এখন শুধু আমাদের এই বাংলাতেই নয় সমগ্র বিশ্ববাসী এর ছোবল থেকে মুক্তি চায়। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে কয়েকবছর আগেও যেখানে বাংলাদেশে কোনো সমস্যার সৃস্টি করেনি সেখানে সাম্প্রতিক সময়ে এটি ভয়াবহ রুপ ধারণ করেছে। যার সর্বগ্রাসী আক্রমণে যুব সমাজ আজ বিপন্ন ও পর্যদুস্থ। আমাদের দেশে এখন গাজা, আফিম, ইয়াবা, ফেনসিডিল -সহ অন্যান্য প্রাচীন নেশা জাতীয় সহজলভ্য হলেও 'ইয়াবা ' আজ সবকিছুকে ছাপিয়ে গেছে। তথ্য -প্রযুক্তির এই মাহেন্দ্রক্ষণ -এর মাত্রাকে করে দিচ্ছে তীব্র থেকে থেকে আরও তীব্রতর। যার ফলে ধ্বংস হচ্ছে সমাজ, ধ্বংস হচ্ছে মানবতা।ধর্মীয় কু-সংস্কার,বেকারত্ব, সন্ত্রাস এবং ক্রমবর্ধমান জনসংখ্যার মতো সামাজিক সমস্যার সাথে যুক্ত হচ্ছে মাদক সমস্যা। হতাশা, মানসিক অবসাদ, ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাব, অজানা বিষয়ের প্রতি কৌতূহল এবং মাদকদ্রব্যের সহজলভ্যতা মাদকাসক্তির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়।
পরিবার ও সমাজ উভয় ক্ষেত্রেই মাদকাসক্তির ফলে সৃস্টি হয় উদ্বেগ, উৎকন্ঠা ও অশান্তি। তরুনরা নেশার টাকা যোগাড় করতে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে নিজেকে লেলিয়ে দেয়,যা তরুণদের মেধা,মনন এবং উদ্যমত্তাকে ধ্বংস করে বিনস্ট করে দিচ্ছে তাদের সুপ্ত প্রতিভা, সুস্থ চিন্তাধারা এবং অপরাজয়ী মানসিকতা। বর্তমান যুব সমাজকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রয়োজন আইন প্রণয়ন ও যথাযথ বাস্তবতায়নের পাশাপাশি সেমিনার ও বিভিন্ন কর্মসূচী গ্রহণ। তরুণদের মধ্যে নৈতিকতা ও সচেতনতা বৃদ্বি করে শিক্ষামূলক কর্মসূচির আয়োজন এখন সময়ের দাবি। মাদকের অপব্যবহারের বিরুদ্ধে এই মুহুর্তে ইতিবাচক দৃস্টিভঙ্গি নিয়ে এগিয়ে না আসলে দেশের যুব সমাজের ধ্বংস অনিবার্য।
লেখক :
কাওসার মিয়া
শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
You cannot copy content of this page