স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. তাহমিনা শিরীন।
বুধবার (১৯ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক তাহমিনা শিরীনকে আইইডিসিআর-এ বদলি ও পদায়ন করা হয়। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ডা. তাহমিনা শিরীর এর আগে আইইডিসিআর’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সমাপ্ত করেন। এরপর তিনি এমফিল এবং পিএইচডি করেন। ২০১৩ সাল থেকে তিনি আইইডিসিআর-এ কর্মরত।গত ১৩ আগস্ট আইইডিসিআর’র বর্তমান পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়।স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. তাহমিনা শিরীন।
বুধবার (১৯ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক তাহমিনা শিরীনকে আইইডিসিআর-এ বদলি ও পদায়ন করা হয়। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ডা. তাহমিনা শিরীর এর আগে আইইডিসিআর’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সমাপ্ত করেন। এরপর তিনি এমফিল এবং পিএইচডি করেন। ২০১৩ সাল থেকে তিনি আইইডিসিআর-এ কর্মরত।গত ১৩ আগস্ট আইইডিসিআর’র বর্তমান পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র: এবিনিউজ২৪
You cannot copy content of this page