নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে প্রতিবেশির হামলায় আহত মফিজুর মোল্যা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২২ আগস্ট) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি কৃষি কাজ করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নড়াইলের ফুলবাড়িয়া গ্রামের মফিজুর মোল্যা ও মামুন শেখের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধর গত ১৮ আগস্ট সকালে মফিজুর প্রতিবেশি মামুন শেখের মেহগনি গাছের ডাল কাটেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামুন শেখের লোকজন মফিজুরসহ তার পরিবারের ওপর হামলা চালায়। এ হামলায় একই পরিবারের সাতজন আহত হন। আহতদের নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মফিজুর মোল্যার মৃত্যু হলো।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, ‘মফিজুর মোল্যার মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
Like this:
Like Loading...
Leave a Reply