এম. আবদুল্লাহ সরকার- রায়গঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশে হক্কানী ওলামাদের (ওয়ায়েজিন) শীর্ষ সংগঠন রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন রায়গঞ্জ অবস্থান করছেন।
নেতৃবৃন্দ মধ্যরাতে রায়গঞ্জ পৌরসভার বাশুড়িয়া গ্রামে সংগঠনের সভাপতি আল্লামা আব্দুল বাছেত খানের বাসায় অবস্থান করছেন।
নেতৃবৃন্দ আজ রবিবার উত্তরবঙ্গে বন্যাদুর্গত অঞ্চলে ক্ষতিগ্রস্তদের মাঝে সংগঠনের পক্ষ থেকে ত্রান বিতরণ করবেন বলে জানান কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল বাছেত খান।
ত্রান বিতরণ উপলক্ষেই তাদের এই সফর।
জানা গেছে,নেতৃবৃন্দ সকাল ৯ টার সময় বগুড়ার উদ্দেশ্য রায়গঞ্জ ত্যাগ করবেন।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় সভাপতি আব্দুল বাছেত খান বলেন, রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ দেশের শীর্ষ ওলামাদের ( ওয়ায়েজিন) অরাজনৈতিক একটি সংগঠন। প্রবীন ও নবীন বক্তাদের নিয়ে গঠন হওয়া সংগঠনটি প্রথম থেকেই আর্ত মানবতার সেবায় নিয়োজিত আছে।
সফরে যে সব নেতৃবৃন্দ রয়েছেন, তারা হলেন, আল্লামা মামুনুল হক(দা.বা), আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী (দা.বা), কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হাসান জামিল (দা.বা),মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি(দাবা)
মুফতি রাফি বিন মনির( দা.বা), মাওলানা
মাহমুদুদল হাসান আশ্রাফী ও দেলোয়ার হোসেন মাইজি ( দাবা) প্রমুখ।
Leave a Reply