আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৭বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
রোববার (২৩ আগস্ট) সকালে স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ এর “ল” অফিসার অতি. এসপি মো. আবুল কাশেম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।আটককৃতরা হলেন, রায়গঞ্জ উপজেলার ক্ষুদ্রদৌলতপুর গ্রামের ফজলার রহমানের ছেলে আনিছুর রহমান(২৬), মৃত গনি শেখের ছেলে এমদাদুল হক মিলন(২৬), মৃত
নজির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩১)।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (২২ আগস্ট) ভোর রাতে উপজেলার ধানগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট ৪৭ পিস ফেন্সিডিল, ৩টি মোবাইল, ৩টি সিমকার্ড ও নগদ সাড়ে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে
You cannot copy content of this page