প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৮:১১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৪, ২০২০, ৬:৫৭ পূর্বাহ্ণ
আইভী রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি : এফ এম এইচ আলী
প্রতিদিনের সময় প্রতিবেদক: আওয়ামী লীগের প্রয়াত মহিলা বিষয়ক সম্পাদক নারীনেত্রী আইভী রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (২৪ আগস্ট)।
এক বার্তায় গভীর শ্রদ্ধাঞ্জলি ও তার আত্মার মাগফিরাত কামনা করেন জার্মানি আওয়ামী লীগের একজন কর্মী ও জার্মান বাংলা বঙ্গবন্ধু রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি এফ এম এইচ আলী।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটি আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা চালানো হয়। এই গ্রেনেড হামলায় প্রয়াত রাষ্ট্রপতি (তৎকালিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য) জিল্লুর রহমানের সহধর্মীনি আইভী রহমান গুরুতর আহত হন।
এই গ্রেনেড হামলায় ঘটনাস্থলে ২৩ জন নিহত হন। পরে আইভী রহমানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
সেখানে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হামলায় আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হন।
© 2024 Probashtime