নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে রাজ্জাক মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধকে ঘরের মধ্যে কুপিয়ে হত্যা করেছে দুবর্ৃত্তরা। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। রাজ্জাক মল্লিক নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রাজ্জাক মল্লিক কামালপ্রতাপ গ্রামে নিজ বাড়িতে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, কে বা কারা এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত, তা উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় রাত সাড়ে ৯টা পর্যন্ত কেউ আটক হয়নি। #
You cannot copy content of this page