মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী, (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১৫ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। পাটকল রক্ষা, পাট চাষী বাঁচাতে ও বন্যাত্তোর কৃষি প্রনোদনা সহ কৃষক-খেতমজুরদের বাঁচাতে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ১৫ দফা দাবিতে গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্কাস পাটি ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিকদার, জাতীয় কৃষক সমিতি ফুলবাড়ী শাখার সভাপতি মোর্শারফ হোসেন বাবু, বাংলাদেশ খেত মজুর ইউনিয়ন ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোজাম্মেল হক, মোস্তাফিজার রহমান, শাকিল আহম্মেদ সহ কৃষক নেতৃবৃন্দরা।
You cannot copy content of this page