আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিনামূল্যে দুঃস্থ নারী-পুরুষদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে দিনব্যাপী ১০বীর ১১পদাতিক ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনীর আয়ােজনে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর মডেল উচ্চ বিদ্যালয়ের চত্ত্বরে প্রত্যন্ত এলাকার শতাধিক দুঃস্থ নারীপুরুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে সেনাবাহিনী।
চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বাধন করেন বগুড়া সেনাবাহিনীর ১০বীর এর মেজর এম.কে হাবিব। এসময় উপস্থিত ছিলেন বগুড়া সেনাবাহিনীর ২১ ফিল্ড এ্যাম্বুলন্স এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন আবিদ হােসান। উক্ত চিকিৎসা সেবা ক্যাম্প বিশষজ্ঞ ডাক্তার দিয়ে প্রায় শতাধিক দুঃস্থ নারী-পুরুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষুধ দেওয়া হয়। এসময় ১০ বীর এর ক্যাপ্টেন আসিফুর রহমানসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page