প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৭, ২০২০, ৮:১৮ পূর্বাহ্ণ
সি আর দত্তের মৃত্যুতে রায়হান জামিল ভূঁইয়ার গভীর শোক
মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তমের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়ার পেনাং শাখার সভাপতি রায়হান জামিল ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়ার পেনাং শাখার সভাপতি রায়হান জামিল ভূঁইয়া শোকবার্তায় এই শোক জানায়।
শোকবার্তায় চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তমের বিদেহী আত্মার শান্তি কামনা করে ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে রায়হান জামিল ভূঁইয়া।
কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্তের (সি আর দত্ত) ভূমিকা দেশ ও জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বীর উত্তম সি আর দত্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
© 2024 Probashtime