আবদুর রহমান,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভুইয়ার সার্বিক আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে সর্বস্তরের জনসাধারনের মাঝে সার্জিক্যাল মার্কস,হ্যান্ড স্যানিটাইজার,ব্লিচিং পাউডার ও হাত ধোঁয়ার সাবান বিতরন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। ১লা সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে চন্ডিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ওই সুরক্ষা সামগ্রী বিতরন করেন। এসময় দেশব্যাপী চলতি করোনাভাইরাস সর্ম্পকে করনীয় ও জনসচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিফাত আরা সুমি। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ লিয়াকত হোসেন,মোঃ খিজির মিয়া, মোঃ আজাদ হোসেন,মহিলা মেম্বার মরিয়ম আক্তার প্রমূখ। সভাশেষে নির্বাহী কর্মকর্তা বিজিডি সদস্যদের মধ্যে চাল ও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন ফলদ গাছের চারা রোপন করেন।
Leave a Reply