মোঃ হেলাল উদ্দিন
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃসিরাজগঞ্জের কামারখন্দ ফাযিল (স্নাতক ) মাদরাসার বহুতল (চারতলা) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় মাদরাসা মাঠে বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদরাসা গভর্ণিং বডির সভাপতি কামরুল হাসান আমিনুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বক্তব্য রাখেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দীন, মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কুদরতুল্লাহ প্রমুখ।
এর আগে চৈরগাঁতী সরকারি উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন ও উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে কামারখন্দ উপজেলা পেশাজীবি সমন্বয় পরিষদের অভিষেক ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।
You cannot copy content of this page