আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে – গ্রামীণ ফোনের সহযোগিতায় – সিরাজগঞ্জ -তাড়াশ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ও অসহায় ৫’শত পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।
উক্ত ফুড প্যাকেজে মধ্যে ছিলো – চাউল সাড়ে ৭ কেজি, ডাউল ১ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, সুজি ৫০০ গ্রাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে তাড়াশ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে -বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ -৩ ( তাড়াশ-সলঙ্গা- রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সেক্রেটারি -বীর মুক্তিযোদ্ধা , এ্যাডঃ কে,এম হোসেন আলী হাসান, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক।
এতে সঞ্চালনা করেন , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।
এসময় আরো উপস্থিত ছিলেন, -তাড়াশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকআসাব আলী কিরণ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসন রুবেল, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশ, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ।
Leave a Reply