শাহজাদপুর, (সিরাজগঞ্জ) থেকে :
সিরাজগঞ্জের শাহজাদপুরের ইসলামপুর রামবাড়ীর বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী পরিবহন মালিক আল মামুন রানা বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে প্রকাশিত ও প্রচারিত সংবাদের প্রতিবাদে আজ ৫ সেপ্টেম্বর শনিবার সকালে শাহজাদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের লিখিত বক্তব্যে মামুন রানা বলেন, তার নিকটাত্মীয়ের দু’পক্ষের সম্পত্তির চলমান বিবাদকে কেন্দ্র করে আমি সালিশ মিমাংসার চেষ্টা করি,এক পর্যায়ে সে মিমাংসা চেষ্টা ব্যর্থ হলে গণমাধ্যমে অভিযোগকারী এনামুল হক গং আমার শশুর আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এম,পি’র ঢাকার বাসায় যান। পরে এম,পি সাহেব বিষয়টি অবগত হয়ে আদালতের নির্দেশের আলোকে ব্যবস্থা নেয়ার জন্য থানা পুলিশকে নির্দেশ দেন। এর পর থেকেই আদালতের মাধ্যমে নিষ্পত্তির আশায় আমি উভয় পক্ষের নিকট থেকে নিজেকে দুরে সরিয়ে নেই। এরপরেও সম্পূর্ণ ষড়যন্ত্রমুলকভাবে আমার মান সন্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে যে সংবাদ পরিবেশন করেছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এমন উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে সাংবাদিক ভাইদের অনুরোধ করছি।
Leave a Reply