আজিজুর রহমানমুন্না, সিরাজগঞ্জ: ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের আয়েজনে - মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের শিক্ষক ও অভিভাবকদের পরামশর্ক সভা (উঠান বৈঠক) বাস্তবায়ন বিষয়ক ২ দিন ব্যাপী ( টি ও টি) প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ হাসিবুল আলম বিপিএম।
এতে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোঃ ফারুক আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মোঃ তারিকুল ইসলাম।
এসময় ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ মিরাজুল ইসলাম, ফিল্ড অফিসার মোঃ মহিউদ্দিন খাঁন,
হিসাব রক্ষক ইব্রাহীম খলিল, মাষ্টার ট্রেইনার মোঃ শিহাব উদ্দিন, ফিল্ড সুপার ভাইজার মোঃ মাহবুবুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান পরিশেষে, প্রধান অতিথি পুলিশ মোঃ হাসিবুল আলম (বিপিএম)এর নিকট হতে কর্মশালায় অংশ গ্রহনকারী প্রশিক্ষর্নাথীরা সনদপত্র গ্রহন করেন।
You cannot copy content of this page