রাজশাহী প্রতিনিধি : বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়েছে। রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও
শিশু একাডেমি রাজশাহীর প্রশিক্ষক নিয়োগ কমিটির সদস্য সচিব মনজুর কাদের শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও অন্যান্য সকল প্রক্রিয়া শেষে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন, সংগীত প্রশিক্ষক দুইজন, মঞ্জুশ্রী রায় ও পীযুষ কুমার দে, নৃত্য প্রশিক্ষক কাবেরি দেবনাথ, আবৃত্তি প্রশিক্ষক আব্দুর রোকন মাহমুদ, চিত্রাঙ্কন ও সৃজন প্রশিক্ষক দুইজন সুব্রত কুমার দাস ও মরিওম মুঞ্জুরি নিশি, সুন্দর হাতের লেখা প্রশিক্ষক বিপাশা তালুকদার, তবলা প্রশিক্ষক যতন কুমার পাল ও সহকারী তবলা প্রশিক্ষক সুমন বসাক ।
উল্লেখ্য, শিশু একাডেমি রাজশাহীর প্রশিক্ষক নিয়োগ কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো: কামরুজ্জামান, সদস্য হিসেবে ছিলেন রাবির চারুকলা অনুষদের ডীন প্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার, রাজশাহী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. শিখা সরকার ও উত্তরাঞ্চলের নৃত্য শিল্পের কর্ণধার হাসিব পান্না।
You cannot copy content of this page