সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও রেল স্টেশনের জায়গা থেকে আাবাসিক ভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার দিনব্যাপী ঠাকুরগাঁও রেল স্টেশনের আশে পাশে গড়ে ওঠা তালিকাভুক্ত ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট, লালমনিহাট- পূর্ণেন্দু দেব এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
বিভাগীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্ণেন্দু দেব জানান, ঠাকুরগাঁও রেল স্টেশনের উত্তর ও দক্ষিণ দিকে দু’পাশ দিয়ে রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে স্থায়ীভাবে গড়ে তোলা বিভিন্ন দোকান, মার্কেট, বসত বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। যতদিন না রেলওয়ের সব জায়গা অবৈধ দখলমুক্ত হচ্ছে, ততদিন এই অভিযান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page