।।।।।।।।বাংলার কৃতি সন্তান।।।।।।।।।।
।।।।। শাকিরুল ইসলাম।।।।।।।।।।।
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু মরে
নাই,
স্বাধীনতার ডাক দিয়েছে কোনো জনতা
ঘরে নাই।
তার ভাষনে মুগ্ধ হয়েছে সকল ধর্মের জনগন
তাইতো মুজিব জয় করেছে সকল দেশের মন।
সতেরো মিনিটের সেই ভাষন আছে সবার মনে,
তাইতো মুজিবের গুণকীর্তন করে সকল জনে,
স্বাধীনতার জন্য মুজিব জীবন রেখেছে বাজি
তবুও দেশ থেকে তাড়িয়ে ছেড়েছে সকল
হানাদার পাজি।
ছোটো থেকেই শেখ মুজিব ছিলেন জনদরদি,
মরনের আগ পর্যন্ত রেখেছেন তা অব্যহতি।
তার কাছে সকল নেতা একেবারেই তুচ্ছ,
উন্নয়নমূলক সকল কাজ করেন তিনি গুচ্ছ।
মুজিবকে হত্যা করেছে বাংলার কিছু
হারামি,
হত্যা করে তারা এখন করে শুধু ন্যাকামি।
অনেকে তাকে গালি দিয়ে বলে তিনি মস্তান,
আমি বলি তিনি হলেন বাংলার কৃতি
সন্তান।
মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৯৮ তম জন্মবার্ষিকী তে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে কবিতাটি লিখলাম। এবং জাতীয় শিশু দিবসের সকল শিশুদের উদ্দেশে একটাই কথা তোমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শে বড় হও।
You cannot copy content of this page