মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):- বেনাপোল স্থলবন্দর রপ্তানি গেইট থেকে ১১ বোতল মদ, ৬ বোতল ফেনসিডিল, ৭০ গ্রাম গাঁজা ও ২টি ট্রাক সহ দুই বাংলাদেশী ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করেছে ৪৯, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র আইসিপি সদস্যরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মাদারীপুর জিলার সদর থানার থানডলি এলাকার নুর হোসেনের ছেলে
কবির হোসেন (৪৩) ও একই এলাকার সালামতের ছেলে কিবরিয়া (২৫)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ভারতে রপ্তানি পণ্য নিয়ে যাওয়া দুটি বাংলাদেশী ট্রাক সেদেশে পণ্য খালাশের পর বাংলাদেশে ফেরার সময় গাড়িতে করে মাদক নিয়ে আসছে। এমন খবরে রপ্তানি গেইট এলাকায় ট্রাক দুটি তল্লাশি করে ১১ বোতল মদ, ৬ বোতল ফেনসিডিল ও ৭০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
গাড়ী দুটি'র নাম্বার- ঢাকা মেট্রো ট-২২-০৫৮৭ ও ঢাকা মেট্রো ট-২২-১৫৯০।
বিজিবি'র আইসিপি ক্যাম্প সুবেদার আরশাফ আলী জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রেরক:-মোঃ সাহিদুল ইসলাম শাহীন
বেনাপোল প্রতিনিধি
শার্শা,যশোর।
মোবাইল:-০১৭৯১৩১২১১১।
You cannot copy content of this page