স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মহান জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি’র আশু রোগমুক্তি কামনার জন্য মিলাদ মাহফিল, কোরআন ক্ষতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শেরপুর জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের জামিয়া সিদ্দিকিয়া তেরাবাজার এতিমখানা মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তার সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।
এছাড়াও শেরপুর এস আর জামে মসজিদ, নবীনগর ফারুকিয়া দারুস সালাম মাদ্রাসা ও শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউট জামে মসজিদে কোরআন শরীফ ক্ষতম, বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ হুইপ আতিউর রহমান আতিক করোনা ভাইরাসে আক্রান্ত হন। তবে তার পারিবারিক সূত্রে জানাগেছে তিনি সুস্থ্য আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply