প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২০, ১২:৩৫ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন: শেখ অলি আহাদ
অনলাইন ডেস্কঃ
৭৪ তম জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন।দিনটিকে ঘিরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি গ্রহনের পাশাপাশি বিভিন্ন মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। তারই ধারাবাহিকতায় প্রবাসী ও দেশবাসীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ অলি আহাদ।
প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেখ অলি আহাদ বলেন, “শুভ জন্মদিন, মাদার অব হিউম্যানিটি। বাংলাদেশের উন্নয়নের রূপকার বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।...আমরা গর্বিত আপনার মতো এমন একজন মানুষকে রাষ্ট্রপ্রধান হিসেবে পেয়ে। মহান আল্লাহর কাছে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।”
“বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নব পর্যায়ের বাংলাদেশের ইতিহাসের নির্মাতা।...বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ‘নীলকণ্ঠ পাখি’, মৃত্যুঞ্জয়ী মুক্ত মানবী। তিমির হননের অভিযাত্রী, মাদার অব হিউম্যানিটি।”
© 2024 Probashtime