প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ. নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আতিকুল রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন আজমল এবং নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি
ছিলেন সিলেট জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী চৌধুরী. জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়. দোয়া পরিচালনা করেন আব্দুল হাফিজ আবদার. অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক রাজিব খান, দপ্তর সম্পাদক মেহরাজ ফাহমী, ধর্ম সম্পাদক আব্দুল হাফিজ আবদার, কার্যকরী সদস্য শাহনেওয়াজ কোরেশী, জ্যামাইকা ডিস্ট্রিক্ট ১৪ এর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ শেবুল সহ আওয়ামী পরিবারের বিভিন্ন রাজনৈতিক এবং গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন. কেক কাটার পর রাতে খাবার পরিবেশ করা হয়
You cannot copy content of this page