স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মহান জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি'র আশু রোগমুক্তি কামনার জন্য মিলাদ মাহফিল, কোরআন ক্ষতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শেরপুর জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের জামিয়া সিদ্দিকিয়া তেরাবাজার এতিমখানা মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তার সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।
এছাড়াও শেরপুর এস আর জামে মসজিদ, নবীনগর ফারুকিয়া দারুস সালাম মাদ্রাসা ও শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউট জামে মসজিদে কোরআন শরীফ ক্ষতম, বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ হুইপ আতিউর রহমান আতিক করোনা ভাইরাসে আক্রান্ত হন। তবে তার পারিবারিক সূত্রে জানাগেছে তিনি সুস্থ্য আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
You cannot copy content of this page